অনলাইন ডেস্কঃ ভারি বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধস হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪
ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও
কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারী
থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার
কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে
অতিবৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে দেড় শতাধিক মানুষ নিহত হয়।