শিবেরবাজারে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫, মদসহ কার আটক


বিশেষ প্রতিনিধিঃসিলেট উপকণ্ঠ শিবেরবাজার এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে মোট ৯৪ বোতল অফিসার চয়েস মদ, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুল হান্নান (৫০), সিলেট নগরীর চৌকিদিঘীর রংধনু ৩৪/১ এর বাসিন্দা সমছু মিয়ার ছেলে সুফিয়ান আহমদ (৩২), সুফিয়ানের প্রতিবেশী ২৯/১ এর বাসিন্দা খোকন আহমদের ছেলে মনিম আহমদ রাজু (২৮), আরেক প্রতিবেশী ১০৮/২ বাসিন্দা মৃত হাছন আলীর ছেলে মোশাহিদ আলী (৪৫), সাজাপ্রাপ্ত আসামি জালালাবাদ থানার আউশা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মো. ইরান মিয়া (১৮)।সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নগরীর জালালাবাদ থানাধীন শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অঞ্জন কুমার দাশ ও সহকারি উপ-পরিদর্শক নূরুল হক তাদের সঙ্গিয় ফোর্স নিয়ে বুধবার আশি বোতল অফিসার চয়েসসহ একজনকে এবং অন্যস্থান থেকে ১৪ অফিসার চয়েস বোতল বহনকারী ইলিয়েন প্রাইভেটকারসহ আরোও তিন জনকে গ্রেফতার করে। এদিকে, সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রজুর প্রস্তুতি চলছে জানান জেদান আল মূসা।

Post a Comment

Previous Post Next Post