অরফিয়াসের কনসার্টে মঞ্চ মাতালো ব্যান্ড 'লালন'

স্টাফ রিপোর্টারঃ সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির জনপ্রিয় ব্যান্ড অরিফিয়াসের আয়োজনে ‘দ্যা সামিট অফ মেলোডি’ শীর্ষক কনসার্টে বৃহস্পতিবার সিলেটের এডভ্যাঞ্চার ওয়ার্ল্ডে দেশ বরেণ্য ব্যান্ড দল লালন মঞ্চ মাতায়।

বৃহস্পতিবার বিকেল থেকেই উৎসবমুখর পরিবেশে সিলেটের এডভ্যাঞ্চার ওয়ার্ল্ডে ধীরে ধীরে দর্শক সমাগম বাড়তে থাকে। এসময় অরফিয়াসের শিল্পীরা ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে দর্শকদের উৎফুল্ল রাখেন।

রাত ৮টা নাগাদ সিলেটের দর্শকদের সকল বাধ ভেঙ্গে মঞ্চ আসে ব্যান্ড লালন। একে একে লালন সাইয়ের সময় গেলে সাধন হবে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, ক্ষ্যাপা, জাত গেল জাত গেল বলে এর মত দেশীয় সব ফোক গান দিয়ে মাতোয়ারা করে তোলে সিলেটের দর্শকশ্রোতাদের।

উল্লেখ্য যে, কনসার্টটির সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ ফ্রুটো আর ইভেন্ট পার্টনার হিসেবে ছিল স্প্লেনডিড ইভেন্ট ম্যানেজমেন্ট।

Post a Comment

Previous Post Next Post