বাসের মধ্যে লাশ!

বাসের মধ্যে লাশ!
অনলাইন ডেস্কঃ আশুলিয়ার নবীনগর এলাকায় বাসের ভিতর থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় পাকিং করা আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাসের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।বাসটি আটক করা হয়েছে। আশুলিয়া থানার এস আই নাহিদ হোসনে জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে থামানো বাসের ভিতরের শেষ সিটের মাঝখান থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। বাসটি আটক করা হয়েছে ও বাসের মালিককে জিজ্ঞাসাবাদ চলছে।

Post a Comment

Previous Post Next Post