স্পোর্টস ডেস্কঃ হোর্হে সাম্পাওলির স্বপ্ন পূরণ হতে চলল। আর্জেন্টিনার কোচ হিসেবে যোগ দেয়ার পর লিওনেল মেসিকে প্রথমবারের মতো শিষ্য হিসেবে পেলেন সেভিয়ার সাবেক কোচ। ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে মেসির আর্জেন্টিনা।
আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৯৯ হাজার দর্শকের সামনে হাইভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান তারকা নেইমার সেই ম্যাচে বিশ্রামে থাকলেও মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে আকাশী-নীল শিবির।
চীন হয়ে অস্ট্রেলিয়ায় আর্জেন্টিনার স্কোয়াডের সঙ্গে যোগ দেন মেসি। মঙ্গলবার অ্যাঙ্গেল ডি মারিয়াকে সঙ্গে নিয়ে জাতীয় দলের হয়ে অনুশীলন করেন কিং লিও। এ'ছাড়া আর্জেন্টিনার অনুশীলনে উপস্থিত ছিলেন আলেজান্দ্র গোমেজ, এভার বানেগা, ফেদেরিকো ফ্যাজিওর মতো তারকারা।
সেভিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গত মাসের শেষের দিকে আর্জেন্টিনার কোচ হিসেবে যোগ দেন সাম্পাওলি। নিজের স্বপ্নপূরণের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে চিলির সাবেক কোচকে।
ব্রাজিল ম্যাচের প্রস্তুতি শুরু মেসিদের
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0