বিনোদন ডেস্কঃ জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেলের বিপরীতে প্রথমবারের মতো একটি টেলিছবিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। ঈদের জন্য নির্মিত এ টেলিছবির নাম ‘প্রতিশোধ’। রেজাউল আলম শাওনের রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। উত্তরার একটি শুটিং বাড়িতে সম্প্রতি এ টেলিছবির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।
টেলি ছবির ব্যাপারে তানিয়া বৃষ্টি বলেন, আমার ছোটবেলা থেকে খুব পছন্দের মডেল ও অভিনেতা নোবেল ভাই। এবার তার বিপরীতে কাজ করার সুযোগ হলো। এটা সত্যিই আমার জন্য আনন্দের। এ টেলিছবিতে আমার চরিত্রের নাম সোমা। আর নোবেল ভাইয়ের নাম থাকে মারুফ। স্বামী-স্ত্রীর চরিত্রে আমরা অভিনয় করেছি।
নোবেল বলেন, একটি পরিবারের গল্প। যেখানে আমাদের একটা সন্তানও রয়েছে। কিন্তু সুখী পরিবারে বড় একটা ঝড় আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
ঈদে দর্শক এটি পছন্দ করবেন বলে আশা করছি। এবারের ঈদে যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলি ছবিটি প্রচার হবে বলেও জানান তিনি।
