বিয়ানীবাজারের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিয়ানীবাজারের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
অনলাইন ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারের হোসাইন আহমদ নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হোসাইন আহমদ (২৬) বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াগ্রামের মৃত লাল মিয়ার পুত্র।

তার পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে হোসাইন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল বৃহস্পতিবার (০১ জুন) সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা খুলে ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।

এরপর বিয়ানীবাজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক অপু দাশ গুপ্ত জানান, আমরা ধারণা করছি মানসিক চাপে হয়ত ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।

Post a Comment

Previous Post Next Post