অনলাইন ডেস্কঃ
মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞায় বেশ বড়সড় ধাক্কা
খেয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমানসংস্থা এমিরেটস। গত পাঁচ বছরে এই
প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির মুনাফায় ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার
প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এমিরেটসের বার্ষিক মুনাফা এক লাফে কমে গেছে
৮২ ভাগ।
বিশ্ব
রাজনীতিতে অস্থিতিশীলতাকেই এ মুনাফা ধসের জন্য দায়ী বলে মনে করছে দুবাই
ভিত্তিক কোম্পানি এমিরেটস। আমেরিকা ভ্রমণে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞাই
শুধু নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াও মুনাফা কমে যাওয়ার
কারণ হিসেবে মানছে এমিরেটস।
এমিরেটস
জানায়, ৩১ মার্চ পর্যন্ত তাদের নিট মুনাফা ৮২ ভাগ কমে ৩৫৪ মিলিয়ন ডলারে
দাঁড়িয়েছে। ২০১১-১২ অর্থবছরে এই প্রথমবারের মতো তাদের মুনাফা ধস নেমেছে। এ
ক্ষতি পুষিয়ে উঠতে তারা বিমানে অতিরিক্ত সিট যুক্ত করা শুরু করেছে।
