আইএস জঙ্গিদের ওষুধ যায় ভারত থেকেই!

আইএস জঙ্গিদের ওষুধ যায় ভারত থেকেই!
অনলাইন ডেস্কঃ সম্প্রতি ইতালির জেনোয়া বন্দরে পুলিশের হাতে ধরা পড়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ। এসমস্ত মাদক একটি মালবাহী জাহাজে ভারত থেকে লিবিয়ার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ‘ট্রামাডল’ নামের পেনকিলারগুলো লিবিয়ায় আইএস জঙ্গিরা যুদ্ধের সময় ব্যবহার করত। এছাড়া, ভারতের ফার্মেটিক্যালস সংস্থাগুলোতেই এ পেনকিলারগুলো তৈরি হয় বলেও জানিয়েছে দেশটির পুলিশ।  

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ওষুধের নির্মাতা ভারতীয় সংস্থাটি ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের ওষুধগুলো বিক্রি করে দুবাইয়ের এক ব্যবসায়ীকে। তারপর ওষুধে ঠাসা বাক্সগুলো ভারত থেকে জাহাজে শ্রীলঙ্কা পাঠানোর সময় হারিয়ে যায়। তারপরই ওই বাক্সগুলো ধরা পড়ে ইতালির বন্দরে।

উল্লেখ্য, ইরাক, লিবিয়া ও সিরিয়াতে ইসলামিক স্টেট জঙ্গিদের মধ্যে ‘ট্রামাডল’ এর প্রবল চাহিদা। এ ওষুধ খেলে আঘাত পেলেও যন্ত্রণার অনুভূতি হয় না। আইএস ছাড়াও ওই ওষুধের ব্যবহার করে নাইজেরিয়ার জঙ্গিসংগঠন বকো হারাম। এছ্ড়া, শিশু সৈনিকদের লড়াইয়ে পাঠানোর আগে ওই ওষুধ খাওয়ায় তাদের অনুভূতিকে নষ্ট করে দেওয়া হয়।  

তবে এই ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গতবছর গ্রিসের একটি বন্দরে ট্রামাডল ভর্তি বাক্স বাজেয়াপ্ত করে দেশটির পুলিশ। সেই ওষুধগুলোও লিবিয়ায় পাঠানো হচ্ছিল এবং ওই সেগুলোও ভারতে তৈরি ছিল বলে দাবি করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post