অনলাইন ডেস্কঃ
ফেনীর ফুলগাজী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল মালেক (৭০) নামে এক
মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত আব্দুল মালেক স্থানীয় দারুল কোরআন
মাদ্রাসার শিক্ষক।
শুক্রবার মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জিএমহাট
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক জানান, শুক্রবার রাত ৯টার দিকে
মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলেন আব্দুল মালেক। এসময় পারিবারিক বিষয় নিয়ে
আব্দুল মালেকের সঙ্গে তার বখাটে ছেলে আব্দুল হালিমের (১৯) ঝগড়া হয়। বাড়ি
ফিরে রাত ১০টার দিকে বাড়ির সামনে বসেছিলেন আব্দুল মালেক। এসময় তাকে
এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান আব্দুল হালিম। পরে গুরুতর আহত
অবস্থায় স্থানীয়রা আব্দুল মালেককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার
পথে তিনি মারা যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ জানান, ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
