স্বামীকে পরপর তিনবার গুলি করলেন স্ত্রী

স্বামীকে পরপর তিনবার গুলি করলেন স্ত্রী
অনলাইন ডেস্কঃ ভারতের বেঙ্গালুরুতে মারামারির পর গাড়ির ভেতরই স্বামীকে পরপর তিনবার গুলি করেছেন স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুরের হোসুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম সাইরাম (৫৩) আর তার স্ত্রীর নাম হামসা (৪৮)। এ ঘটনায় হামসার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই ঝগড়াবিবাদ ছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুরের আনেকাল এলাকায় মধ্যাহ্নভোজের জন্য নামেন স্বামী-স্ত্রী। এরপর দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সাইরামকে গুলি করেন হামসা।

এদিকে দেশটির এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পরও গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সাইরাম। পরে এক পর্যায়ে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাসে উঠে যান তিনি। কিন্তু তাতেও রক্ষা হয়নি তার। হামসা বাসটিকে থামান এবং সাইরামের ওপর আবারও গুলি ছোড়েন। পরে বাসের যাত্রীরা হামসাকে থামিয়ে পুলিশে খবর দেন।

Post a Comment

Previous Post Next Post