স্পোর্টস ডেস্কঃ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে পরিবার, বর্তমান ক্লাব বার্সা ও সাবেক ক্লাব সান্তোসের কর্মকর্তাদের নিয়ে আদালতের ট্রায়ালে দাঁড়াচ্ছেন নেইমার। অভিযোগটি মূলত ব্যবসায়ে দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যা ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় চুক্তি করার সময় হয়েছিল। তবে এই অভিযোগটি অবশ্য সবাই অস্বীকার করেছে।
এ ব্যাপারে স্প্যানিশ প্রসিকিউটর নেইমারের জন্য দুই বছরের জেলের আবেদন করেছেন। পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো জরিমানাও করার কথা বলা হয়েছে। যদিও স্প্যানিশ আইন অনুযায়ী প্রথমবারের মতো কারও যদি দুই বছর বা তার কম সময়ের জেল হয়, তবে তাকে জেলে যেতে হয় না। এমন হলে বিচারিক কার্য পরিচালনার সময় খেলা থেকে নিষিদ্ধ থাকবেন নেইমার। তার বেল পাস করার জন্য ৩.৪ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এই মামলার অভিযোগটি মূলত আসে ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস এর থেকে। যারা নেইমারের ট্রান্সফারের সময় তার স্পোর্টস সত্ত্বের ৪০ শতাংশ মালিক ছিল।
এদিকে, সান্তোসকে দেওয়া ১৭ মিলিয়ন ইউরোর ৪০ শতাংশ হিসেবে ৬.৮ মিলিয়ন ইউরো। কিন্তু ডিআইএসের দাবি বার্সেলোনা, সান্তোস ও নেইমারের পরিবার এই ট্রান্সফারে জালিয়াতি করেছে। আর এখন স্প্যানিশ আদালত সন্দেহ করছে সান্তোসকে মূলত ২৫ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে। ফলে ডিআইএসের সঙ্গে ৩.৫ মিলিয়ন ইউরোর জালিয়াতি করা হয়েছে। কাতালান ক্লাব বার্সাতে ট্রান্সফারের সময় নেইমারের প্রকৃত ফি দেখানো হয়েছে ৫৭.১ মিলিয়ন ইউরো। যেখানে ৪০ মিলিয়ন নেইমারের পরিবার ও বাকি অর্থ সান্তোস পেয়েছে।
