আফগানিস্তানে আরও ৫০০০ সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আরও ৫০০০ সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্কঃ আফগানিস্তানে আরও তিন হাজার থেকে পাঁচ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। জঙ্গি সংগঠন তালেবান ও আইএসের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসনের কাছে সেনা মোতায়েনের এ আহ্বান জানানো হবে বলে জানা গেছে। এ ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, তালেবানের বিরুদ্ধে লড়াইরত আফগানিস্তানের সেনা এবং পুলিশ বাহিনীকে উপদেশ এবং সহায়তা দেয়ার লক্ষ্যে তিন থেকে পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের আহ্বান জানাবে পেন্টাগন। জানা গেছে, আল-কায়েদা এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধে স্পেশাল অপারেশন সেনা হিসেবে পরিচিত মার্কিন কমান্ডোদেরও দেশটিতে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। অবশ্য কতো কমান্ড মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গত ১৫ বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রায় ৮৪০০ মার্কিন সেনা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আরও পাঁচ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে।

Post a Comment

Previous Post Next Post