মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দেয়। তোপের মুখে মধ্যরাতে চিত্রনায়ক শাকিব খান এফডিসি ছাড়তে বাধ্য  হন।

রাত আনুমানিক ২টার দিকে এফডিসির ভোটকেন্দ্রের সামনে এমনটি ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান অনেক আগে থেকেই ভোটকেন্দ্রে অবস্থান করছিলেন। তার পছন্দের প্যানেল ওমর সানী-অমিত হাসানের মধ্যে ভোটের দিক দিয়ে সভাপতি পদপ্রার্থী ওমর সানী এগিয়ে আছেন। তবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খানের থেকে পিছিয়ে রয়েছেন।  

সভাপতি প্রার্থী মিশা সওদাগর এ সময় শাকিবকে সুরক্ষা দিয়ে গাড়িতে তুলে দেন।

Post a Comment

Previous Post Next Post