এতকিছুর পরও আলিয়াকে নিজের অনুপ্রেরণা বললেন শ্রদ্ধা!

এতকিছুর পরও আলিয়াকে নিজের অনুপ্রেরণা বললেন শ্রদ্ধা!
বিনোদন ডেস্কঃ শ্রদ্ধা কাপূর আর আলিয়া ভাটের মধ্যে চিরকালই প্রতিযোগিতার আঁচ পেয়ে এসেছে মিডিয়া। বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রকে আলিয়া নাকি শ্রদ্ধার সঙ্গে কাজ করতে নিষেধ করে দিয়েছেন। আলিয়ার দেখাদেখি শ্রদ্ধাও ‘হাসিনা’র মতো অফট্র্যাক ছবি করছেন। কিংবা ছবিতে প্লেব্যাক করছেন। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের গন্ধটা ছিলই।  

কিন্তু শ্রদ্ধা বলছেন, ‘‘এই ক’দিনে আলিয়া নিজের যা রেঞ্জ দেখিয়েছে, তাতে ওকে রীতিমতো সম্মান করা উচিত। আমি তো ওকে নিজের প্রেরণা মনে করি। ’’ গত বছর ‘বাগী’র সাকসেস পার্টিতে আলিয়া যাননি। তখন থেকেই দু’জনের প্রতিযোগিতা নিয়ে গুঞ্জন শুরু। আলিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘শ্রদ্ধা খুবই মিষ্টি মেয়ে। সুতরাং ওর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। এইসব আসলে মিডিয়ার মনগড়া! আমি ওর পার্টিতে যেতে পারিনি শ্যুটিং ছিল বলে। অন্য কোনও কারণ নেই। ’’ আসলে ‘এক ভিলেন’এর পর সিদ্ধার্থের সঙ্গে শ্রদ্ধা নাকি একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েন। আলিয়া তাতে একটু বিপন্ন হয়ে শক্ত হাতে ব্যাপারটা থামান! তার ফলে সিদ্ধার্থ আর শ্রদ্ধা অনস্ক্রিন জুটিও বাঁধেন না আর! যাই হোক, এসব তো মনের ব্যাপার। তা বলে কি পেশার ক্ষেত্রে একজন আরেকজনের ‘ইন্সপিরেশন’ হতে পারেন না!

Post a Comment

Previous Post Next Post