বনানী ধর্ষণের আসামি নাঈম আশরাফও গ্রেফতার

বনানী ধর্ষণের আসামি নাঈম আশরাফও গ্রেফতার
অনলাইন ডেস্কঃ রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ নিয়ে মামলার ৫ আসামির সবাই গ্রেফতার হলেন।

মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ডিএমপির একদল পুলিশ সদস্য তাকে অবহিত করে আলোচিত ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফকে জেলার লৌহজং এলাকা থেকে আটক করে। পরে তাকে ঢাকায় নিয়ে যায়।

গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী।

ওই মামলায় গত ১১ মে রাতে সিলেট থেকে প্রধান আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার তিনদিন পর গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর নবাবপুরের ইব্রাহিম আবাসিক হোটেল থেকে সাফাতের ড্রাইভার বিল্লালকে গ্রেফতার করে র‌্যাব -১০। রাত ৮টার দিকে গুলশান-১ থেকে সাফাতের দেহরক্ষী রহমত ওরফে আবুল কালাম আজাদকে গ্রেফতার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post