‘বস ২’ ছবির গানটি সরিয়ে নিতে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক:যৌথ প্রযোজনার ‘বস ২’ ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়ার পারফরমেন্সে চিত্রায়িত আইটেম গান ‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরিয়ে নেয়ার দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। একই সঙ্গে গান সরানো পূর্ব পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ রাখার জন্য বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আজিজুল বাশারের পক্ষে রোববার অপর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান ডাক রেজিস্ট্রি যোগে এই নোটিশ পাঠান। তিনদিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে, না হলে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে বলা হয়। লিগ্যাল নোটিশের সাত প্রাপক হলেন জাজ মাল্টিমিডিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব। অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান মানবজমিনকে লিগ্যাল নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। এই আইনজীবী জানান, জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত যৌথ প্রযোজনার ‘বস ২’ সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গান অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। অতিদ্রুত ইউটিউব থেকে এ ভিডিওসম্বলিত গানটি অপসারণ করতে বলা হয়েছে। ভারতের জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত জাজ মাল্টিমিডিয়ার এই ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টা না পেরোতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

Post a Comment

Previous Post Next Post