ম্যানইউকে হারাল আর্সেনাল, টিকে থাকল আশা

ম্যানইউকে হারাল আর্সেনাল, টিকে থাকল আশা
স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চার দলের মধ্যে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। রোববার রাতে হোসে মরিনহোর দলকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে এই প্রথম জোসে মরিনিয়োর কোনো দলকে হারাতে পারলেন আর্সেন ভেঙ্গার। এর আগে দুই জনের ১২ বারের দেখায় আর্সেনাল কোচ ৫টিতে হেরেছিলেন, ড্র হয়েছিল ৭টি।

লিগে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারল ম্যানচেস্টার ইউনাইটেড।

স্বাগতিকরা এই জয়ে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকল। আর চারে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট এবং পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট পেছনে থাকল। তবে দল দুটি একটি করে ম্যাচ বেশি খেলেছে।

এমিরেটস স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউই। ম্যাচের ষষ্ঠ মিনিটের সময় ওয়েন রুনির পাসে অ্যান্থনি মার্শিয়ালের শটে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক পিত্তর চেক। চার মিনিট পর প্রতিআক্রমণে অ্যারন রামজির শটে দেয়াল অতিথি গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

ম্যাচের ৩০ মিনিটে ডি গিয়াই বক্সের বাইরে থেকে নেয়া অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের দুর্দান্ত শটে আরেকবার প্রাচীর হন। তিন মিনিট পর ডিফেন্ডার রব হোল্ডিংয়ের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে রুনি গোলে শট নিলেও স্বাগতিকদের ত্রাতা সেই চেক।

মধ্যবিরতির পর ৫৪ মিনিটে প্রথম সাফল্য আসে আর্সেনালের। তাতে থাকল ভাগ্যের ছোঁয়া। মিডফিল্ডার গ্রানিত জাকার ৩০ গজী দূরপাল্লার শট আন্দ্রে হের্রেরার পিঠে লেগে অতিথিদের জালে জড়িয়ে যায়।

পরে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানি ওয়েলবেক। চেম্বারলেইনের ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন ম্যানইউর সাবেক ফরোয়ার্ড ওয়েলবেক। পরে আর গোলের দেখা না মিললে ওই ব্যবধানেই ম্যাচের ফয়সালা হয়।

শিরোপা লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকা চেলসির পয়েন্ট ৩৪ ম্যাচে ৮১। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যাম হটস্পার।

রোববার প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্রতে ৩৬ ম্যাচে পয়েন্ট ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

আর্সেনালের কাছে হারে ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কম। ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকলেও এক ম্যাচ কম খেলায় সম্ভাবনা একটু বেশি আর্সেনালের।

Post a Comment

Previous Post Next Post