সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
অনলাইন ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে রবিবার দিবাগত রাতে আগুন লেগে দু’টি পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি সাদরা লেনের বাসিন্দা কাঠ ব্যবসায়ী বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে দু’টি পরিবারের চারটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান, চাল ও পাট পুড়ে ছাই হয়ে যায়। 

Post a Comment

Previous Post Next Post