ন্যুড মেকআপে অন্য এক ঐশ্বরিয়া

ন্যুড মেকআপে অন্য এক ঐশ্বরিয়া
বিনোদন ডেস্কঃ ৪৩ বছর বয়সেও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রূপে মুগ্ধ সবাই। সন্তান নেওয়ার কারণে বেশ কিছুদিন ছিলেন পর্দার বাইরে। ফিরে এসে উপহার দেন 'জজবা'। তবে খুব বেশি আলোড়ন তুলতে পারেননি। তাই বলে অ্যাশ যে বুড়িয়ে গেছেন তা মনে করার কোন কারণ নেই। দর্শকদের আরও মুগ্ধ করতে এবার একেবারে নতুন রূপে হাজির হলেন নায়িকা। দেখিয়ে দিয়েছেন আগের জায়গাতেই আছেন তিনি। সম্প্রতি সেলিব্রিটি ফটোগ্রাফার প্রসাদ নায়েকের ক্যামেরায় এই রূপে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। বেবি পিঙ্ক সিফন ড্রেস আর ন্যুড মেকআপে সত্যিই অসাধারণ তিনি। কে বলবে তার বয়স দুই কুড়ি পেরিয়েছে? অন্য একটি ফটোশুটে দেখা যাচ্ছে, সিলভার সি ক্যুইন ড্রেস এবং গাঢ় ফুসিয়া লিপস্টিকে অনন্য সুন্দরী। চলতি মাসের ১৯ তারিখেই কান-এর উদ্দেশে রওনা দেবেন এই অভিনেত্রী। এটা ঐশ্বরিয়ার ১৫তম ‘কান’। তবে কি কান-এর লাল কার্পেটে পা দেয়ার আগে ক্যামেরার সামনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বচ্চন বধূ! এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরও।

Post a Comment

Previous Post Next Post