পাকিস্তানের 'জঙ্গি চক্রগুলি' ধ্বংস করে দেওয়ার হুমকি ইরানের

পাকিস্তানের 'জঙ্গি চক্রগুলি' ধ্বংস করে দেওয়ার হুমকি ইরানের
অনলাইন ডেস্কঃ পাকিস্তানের মধ্যে সক্রিয় জঙ্গি চক্রগুলি ধ্বংস করে দেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিলেন দেশটির সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরতাস্তন। ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে জঙ্গিদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন ইরানি সীমান্তরক্ষী নিহত হওয়ার পর চরম এই হুঁশিয়ারি দেওয়া হল ইরানের পক্ষ থেকে। মঙ্গলবার জেনারেল পুরতাস্তন বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছে।

পাকিস্তানি সরকার হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইরানি সামরিক বাহিনীর আইনগত অধিকার রয়েছে যে, প্রয়োজনে তারা দেশটির গভীর ভূখণ্ডে গিয়ে জঙ্গিদের চক্রগুলোকে ধ্বংস করে দিয়ে আসবে।   তিনি বলেন, ইরানের নিরাপত্তাকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সব কিছুই করবে তার দেশের সামরিক বাহিনী। গত ২৬ এপ্রিল ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের মিরজাভে শহরের কাছে জঙ্গিদের অতর্কিত হামলায় ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত ও অপর দুইজন আহত হন।   পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জেশুল আদল এ হামলার দায়িত্ব স্বীকার করে।   জঙ্গিরা ইরানি সীমান্তরক্ষীদের ওপর হামলার পরপরই পাকিস্তানে পালিয়ে যায়।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি দু’দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।   সোমবার বিকেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানের সঙ্গে এক টেলিফোনালাপে এই সম্পর্কে তিনি আরো বলেন, পাকিস্তানকে সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিহত করতে হবে।   তিনি পাক স্বরাষ্ট্রমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও সীমান্ত ইস্যুগুলো নিয়ে যথাশীঘ্র সম্ভব দ্বিপক্ষীয় আলোচনা হওয়া প্রয়োজন।


Post a Comment

Previous Post Next Post