বিয়ের অনুষ্ঠানে হঠাৎ কনেকে চড় মারলেন বর!

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ কনেকে চড় মারলেন বর!
অনলাইন ডেস্কঃ বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাত ধরে শপথ নিচ্ছেন। এসময় হঠাৎ বর কী মনে করে কনের গালে চড় বসিয়ে দিলেন। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়লেন সবাই। তবে এর পেছনের কারণ জেনে পর মুহূর্তেই সবাই হেসে ওঠেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাত্র-পাত্রীর শপথ অনুষ্ঠানের সময় সেখানে কনের মুখের সামনে একটি মাছি বা মৌমাছি খুবই বিরক্ত করছিল। আর সে মাছি তাড়াতে গিয়েই তিনি ভুল করে কনের মুখে চড় মেরে বসেন।

তবে চড় মারার পর মুহূর্তে অনেকেই ঘটনাটি কি জন্য ঘটল তা বুঝতে পারেননি। এ কারণে স্তম্ভিত হয়ে পড়েন অনেকেই। এ ঘটনাটি ব্যাখ্যা শোনার পর সবাই হেসে ওঠে।

Post a Comment

Previous Post Next Post