আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন ম্যাক্রন

আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন ম্যাক্রন
অনলাইন ডেস্কঃ ফ্রান্সের সর্বকনিষ্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  ইমানুয়েল ম্যাক্রন। রবিবার দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফ্যাবিয়াস  তার নাম ঘোষণা করার পর এলিসি প্রাসাদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ঘোষণায় লরা ফ্যাবিয়াস বলেন, ‘জনগণের সার্বভৌম ইচ্ছায় আপনি এখন এই রিপাবলিকের প্রেসিডেন্ট। ’

স্থানীয় সময় আজ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ম্যাকরন দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ ত্যাগ করেছেন।

কট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারিয়ে গত রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রন। তাঁর এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ৩৯ বছর বয়সী ম্যাক্রন এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি। সূত্র: বিবিসি

Post a Comment

Previous Post Next Post