অনলাইন ডেস্কঃ
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এদুয়ার্দ ফিলিপ। ৪৬ বছর বয়স্ক ফিলিপ
মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের সদস্য। তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে
নিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট
হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বড় কোনো নিয়োগ।
প্রধানমন্ত্রীর
পদে সবার মধ্যে এগিয়ে ছিলেন লি হাভরে শহরের মেয়র এদুয়ার্দ ফিলিপ। তিনি
রিপাবলিকান দল থেকে মনোনয়নে রানার আপ আলাইন ইয়ুপ্পের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
