আগামী দু’দিনও হবে ঝড়-বৃষ্টি

আগামী দু’দিনও হবে ঝড়-বৃষ্টি
অনলাইন ডেস্কঃ পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বুধ ও বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দমকা হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গেপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে ঝড়ো-বৃষ্টি থাকছে আগামী দু'দিনও।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় প্রায় ৯০ মিলিমিটার, খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, আজ (মঙ্গলবার) সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Post a Comment

Previous Post Next Post