স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে গত ১৪ মে রবিবার বিশ্ব মা দিবস উদযাপিত হয়। প্রতি বছর মে মাসের ২য় রবিবার সারা বিশ্বে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। সারা বাংলাদেশের মতো কুলাউড়াতেও হাতেগোনা দু’টি সংগঠন বিশ্ব মা দিবস পালন করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আলো কুলাউড়া বন্ধুসভা। গত ১৪ মে রবিবার দিন ব্যাপী কুলাউড়া বন্ধু সভার বন্ধুরা কুলাউড়া পৌর শহরের বিভিন্ন কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিশ্ব মা দিবসের বিভিন্ন কর্মসূচী সম্পন্ন করে। বিভিন্ন কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের জন্য অপেক্ষারত মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা পৌছে দেয় কুলাউড়া বন্ধু সভার বন্ধুরা। দিন ব্যাপী এই কর্মসূচীতে কুলাউড়া বন্ধু সভার যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে কার্যক্রম সম্পন্ন করেছে তারা হলো কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠাবৃন্দ এ.এফ.এম ফৌজি চৌধুরী, শহীদুল ইসলাম তনয়, ২০১৭ বর্ষের সভাপতি তকলিফুল ইসলাম, সহ সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বির, সাধারণ সম্পাদক এ.কে.এম জাবের, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ অন্যান্য বন্ধুরা।