লণ্ডভণ্ড হয়ে গেছে রাশিয়ার রাজধানী মস্কো

অনলাইন ডেস্কঃ গেলো একশ’ বছরের মধ্যে সবচে’ ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রাশিয়ার রাজধানী মস্কো। এতে, অন্তত ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে রাজধানী মস্কোর ওপর দিয়ে ঝড় বয়ে যায়। যা স্থানীয়দের কাছে একেবারেই অপরিচিত পরিস্থিতি। তীব্র বাতাসে বিধ্বস্ত হয় বহু স্থাপনা। উপড়ে পড়ে প্রায় সাড়ে তিন হাজার গাছ। বন্ধ হয়ে যায় বহু সড়কের যান চলাচল। বিদ্যুৎ সরবরাহ লাইন ছিড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি এলাকা। একই কারণে ব্যাহত হয় টেলিফোন যোগাযোগ ব্যবস্থা। নিহতদের বেশিরভাগই গাছ পড়ে ও বজ্রপাতে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১২৫ জন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, আকস্মিক বন্যার শঙ্কায় স্টাভরোপোল অঞ্চলের অন্তত ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post