অনলাইন ডেস্কঃ জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবর সকাল সাড়ে পাঁচটার দিকে কাগুন প্রদেশের ওয়ানসান থেকে স্বল্প দূরত্বের এ মিসাইলটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এটি চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে জাপান সাগরে পড়েছে। এ ধরণের মিসাইল বিমান ও রণতরী ধ্বংস করতে পারে। এ সক্ষমতা অর্জন স্পষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে ক্ষোভ প্রকাশ করেছে জাপান।
এ ধরনের উস্কানিমূলক আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। বিষয়টি মার্কিন প্রশাসনেরও নজরদারিতে রয়েছে। অবগত করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকেও। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার তাৎক্ষণিক জাবাব দিতে প্রস্তুত জাপান ও মার্কিন প্রশাসন।