অনলাইন ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতার ৩ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ মে) বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতের আদেশ দেন।
আদালতে
খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও সানজিদ
সিদ্দীকী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান
কবির।
এর
আগে ৭ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৩ মামলায় বেগম
খালেদা জিয়া বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। পরবর্তীতে ৩ মামলায় পুলিশের
দেয়া চার্জশিট গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মারুফ
কামাল খান ও হাবিবুন্নবী সোহেলসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেন।
২০১৫
সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়িতে একটি বাসে ছোড়া পেট্রোল বোমায় ২৯
যাত্রী দগ্ধ হন। এর মধ্যে পরে একজনের মৃত্যু হয়। পরদিন বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করে পুলিশ।
ওই বছরের ৬ মে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় খালেদা জিয়াকে প্রধান আসামি
করে আদালতে পৃথক দুটি চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।
