ছন্দে ফিরল রূপগঞ্জ

ছন্দে ফিরল রূপগঞ্জ
স্পোর্টস ডেস্কঃ মাশরাফি-মুশফিকরা আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে যাওয়ার পর লিজেন্ডস অব রূপগঞ্জ যেন জিততেই ভুলে গিয়েছিল। দলের সেরা দুই তারকা না থাকায় টানা দুই ম্যাচ হেরে যায় দলটি। তবে আবার জয়ের ধারায় ফিরেছে দলটি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়াকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ছন্দে ফিরল রূপগঞ্জ। লিগে সপ্তম ম্যাচে এটি রূপগঞ্জের চতুর্থ জয়। অন্যদিকে এ নিয়ে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল ভিক্টোরিয়া। প্রিমিয়ার লিগের আজকের খেলায় সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ভিক্টোরিয়ার মুখোমুখি হয় রূপগঞ্জ। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান সংগ্রহ করে ভিক্টোরিয়া। জবাবে ৬ উইকেট ও ২৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রূপগঞ্জ। বিকেএসপিতে আজ দিনটি ছিল বোলারদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফদের সামনে ভিক্টোরিয়ার আর কোনো ব্যাটসম্যানই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উত্তম সরকার। এছাড়া রুবেল মিয়া ২৮, ইমামুল মোস্তাকিম ২২ ও মঈনুল ইসলাম করেন ২১ রান। রূপগঞ্জের রাজা আলী তিনটি উইকেট নেন। এছাড়া অধিনায়ক, মোশাররফ হোসেন ও মোহাম্মদ শরীফ নেন দুইটি করে উইকেট। ১৫৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পিনাক ঘোষের হাফ সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। পিনাক করেন ৬২ রান। দলের হয়ে অন্যদের মধ্যে নাঈম ইসলাম ২৯, মোশাররফ হোসেন ২১ রান, মাহমুদুল হাসান ১৩ ও জয়রাজ করেন ১২ রান। ভিক্টোরিয়ার হয়ে মোহাম্মদ আরাফাত, মনির হোসেন, ইমামুল মোস্তাকিম ও রুবেল মিয়া নেন একটি করে উইকেট।

Post a Comment

Previous Post Next Post