বিনোদন ডেস্কঃ বাহুবলী জ্বরে আক্রান্ত এখন সবাই। রিলিজের দিন থেকেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে এস এস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলী: দ্য কনক্লুশন। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করে ফেলছে বাহুবলী-২। প্রত্যাশার সব মাত্রা ছাপিয়ে বাহুবলী-২ এখন শীর্ষে।
বাণিজ্যিক দিক থেকে ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে সুপারস্টার প্রভাস অভিনীত এই ছবি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এর মধ্যেই যা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে ‘বাহুবলী টু’-এর, তা এর আগে অন্য কোনো দক্ষিণী ছবির ক্ষেত্রে হয়নি।
বলা বাহুল্য, সর্বভারতীয় দর্শকদের মন জয় করতেও সক্ষম হয়েছে বাহুবলী টু। যারা হিন্দিতে এই ছবিটি দেখেছেন, তাদের জন্যে রয়েছে এক বড় চমক। নায়ক প্রভাসের গলায় যে সংলাপ শুনেছেন, তা কিন্তু মোটেই তিনি বলেননি। প্রভাসের সংলাপগুলো হিন্দিতে বলেছেন টেলি জগতের অন্য এক বিখ্যাত অভিনেতা।
অভিনেতা শরদ কেলকার প্রভাসের হিন্দি সংলাপগুলো বলেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পরিচালক কর্ণ জোহর পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন এই খবর জানার পরে। শরদ-এর স্ত্রী কীর্তিও অভিভূত যে তার স্বামী সিনেমার প্রধান চরিত্রের গলায় ভয়েজ ওভার দিয়েছেন।
