সিলেটের সঙ্গে ট্রেন চলতে লাগবে আরো ৩ দিন


অনলাইন ডেস্ক:  সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরো তিনদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের অদূরে তেলেঙ্গাছড়া রেল সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে সেতুর একটি পিলার ধসে পড়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গতকাল শুক্রবার থেকে সেতুর মেরামত কাজ শুরু হয়েছে। বিকেলে মেরামত কাজ চলা অবস্থায় সেতুর আরেকটি পিলার হেলে পড়ে।

এদিকে, তিনদিন ধরে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাঁরা আগে থেকে টিকেট কিনে রেখেছিলেন, তাঁরা স্টেশনে গিয়ে টাকা ফেরত নিচ্ছেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, সেতুটি মেরামত হতে আরো তিনদিন লাগতে পারে। আগামী মঙ্গলবার থেকে যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

রেল সেতুর কাছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সহযোগিতা চান রেলের মহাপরিচালক। সেই সঙ্গে বালু উত্তোলনকারী প্রভাবশালী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এই কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post