কোম্পানীগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

কোম্পানীগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু
অনলাইন ডেস্কঃ কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামের ফজল উদ্দিন (৪২) এবং তার পুত্র নুর উদ্দিন (১১)।

শনিবার সকাল ৮টার দিকে প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাতও হয়।

এ সময় নিজ ঘরে বজ্রপাতে ফজল উদ্দিন ও তার ছেলের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, শনিবার সকাল ৮টায়ে বজ্রপাতে নিজ ঘরে বজ্রপাতে ফজল উদ্দিন ও তার ছেলের মৃত্যুর হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরেই নিহতদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।

Post a Comment

Previous Post Next Post