দুর্নীতি না করার শপথ দুই হাজার শিক্ষার্থীর

দুর্নীতি না করার শপথ দুই হাজার শিক্ষার্থীর
অনলাইন ডেস্কঃ ‘দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না’ এমন শপথ নিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুই হাজার শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টায় কামারখন্দ উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেয়।

শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কামারখন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মফিজ উদ্দন তালুকদার স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রমুখ।

শপথগ্রহণ অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।

পড়াশোনা শেষে করে তোমরা দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। আমরা সবাই যদি দুর্নীতিকে ঘৃণা করতে শিখি, তাহলে আগামীতে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

Post a Comment

Previous Post Next Post