অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠান বার্তায় এ হুমকি দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

ওসি আবু বক্কর সিদ্দিক আরও জানান, হাইকমিশন কার্যালয়ে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। ই-মেইল বার্তার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সুত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post