চিলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

চিলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্কঃ চিলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। স্থানীয় সময় সোমবার বিকালে উপকূলীয় শহর ভালপ্যারাইসো থেকে ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এর গভীরতা ছিল ৬.২ কিলোমিটার। ভূমিকম্পে ৮৫ কিলোমিটার দূরের রাজধানী সান্তিয়াগোও কেঁপে উঠে বলে ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা এলার্ম বাজলেও পরে ওই সতর্কতা বাতিল করা হয়নি। এ প্রসঙ্গে চিলির নৌবাহিনী ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভালপ্যারাইসোতে সুনামি সতর্কতা বাতিল করা হয়েছে। এক কর্মকর্তা জানান, ‘সেখানে আধ-ফুট উঁচু ছোট ছোট সুনামির ঢেউ লক্ষ্য করা গেছে। এতে কোনও ক্ষতির সম্ভাবনা নেই।’ ভূমিকম্প ও সুনামি সতর্কতা এলার্ম বাজার পর লোকজন বাড়ি থেকে বের হয়ে আসেন। তবে সেখানে কোনও অবকাঠামোগত ক্ষতি লক্ষ্য করা যায়নি বলে ভালপ্যারাইসোর স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজ জানিয়েছেন, ‘ভূমিকম্পে হতাহত হওয়ার বা বড় কোনও ক্ষতির খবর পাইনি আমরা। কিছু জায়গায় ভূমিধস হয়েছে। তবে তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ ২০১০ সালে চিলিতে ৮.৮ মাত্রার এক ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষ নিহত হন।

Post a Comment

Previous Post Next Post