অনলাইন ডেস্কঃ
উপ সচিব পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো. শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ফেরদৌস ও
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবেরা আক্তার।
রোববার
প্রশাসনের ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে
রয়েছেন সিলেট ও সুনামগঞ্জের এই তিন কর্মকর্তা। সুনামগঞ্জে যোগ দেওয়ার আগে
সাবেরা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন
মন্ত্রণালয় রবিবার এ আদেশ জারি করে রেওয়াজ অনুযায়ী পরবর্তী পদায়নের জন্য
তাদের ওএসডি করেছে। তবে উপ সচিবের স্থায়ী পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি
হওয়ায় কীভাবে এই পদায়ন হবে তা এখনও স্পষ্ট নয়।
পদোন্নতি প্রাপ্তদের বেশিরভাগ ২২তম ব্যাচের কর্মকর্তা বলে জানা গেছে।