বিনোদন ডেস্কঃ জনপ্রিয় চলচ্চিত্র 'আয়নাবাজি'র সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে 'আয়নাবাজি অরিজিনাল সিরিজ' নামে নতুন একটি টিভি সিরিজ।
রোববার
(২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই টিভি সিরিজের ঘোষণা দেওয়া হয়।
চলচ্চিত্রের মূল বিষয়কে ঘিরেই গড়ে উঠবে টিভি সিরিয়ালের বিষয়বস্তু।
আন্তর্জাতিক
ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রায়ই হতে দেখা গেলেও এবারই প্রথম বাংলাদেশি
কোন ছবি থেকে টিভি সিরিজ নির্মিত হচ্ছে। গল্পের মূল আবহ থাকছে একজন মানুষের
জীবনের বিভিন্ন বিচিত্রময় রূপের উপস্থাপনা। এই বিষয়কে কেন্দ্র করে তৈরি
হবে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’।
আগামী
ঈদুল ফিতরে টানা সাত দিন আরটিভি, জিটিভি ও দীপ্ত টিভিতে একইসঙ্গে একই সময়ে
প্রদর্শিত হবে এক ঘণ্টাব্যাপী সাতটি পূর্ণাঙ্গ পর্ব। দেশের শীর্ষস্থানীয় ও
খ্যাতনামা সাতজন পরিচালকের পাশাপাশি ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের সঙ্গে
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক ও সরাসরি তত্ত্বাবধানে হবে ধারাবাহিক এই
সিরিজটি। অমিতাভ রেজা চৌধুরী থাকবেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট
হিসেবে।
পাশাপাশি
সৈয়দ গাউসুল আলম শাওন থাকবেন সিরিজটির ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে।
যৌথভাবে প্রযোজনা করবে টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকশন। নতুন পরিচালকরা
হচ্ছেন- কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরী,
তানিম রহমান অংশু ও রবিউল আলম রবি।