সিরাজগঞ্জে ট্রাক খাদে, চালক নিহত

সিরাজগঞ্জে ট্রাক খাদে, চালক নিহত
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে  চালক তোফাজ্জল হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
নিহত চালক বগুড়ার শেরপুর থানার হাজীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।  

শনিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্রিজের উপরে ওঠলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যায়। আহত হয় দুইজন।

Post a Comment

Previous Post Next Post