স্পোর্টস ডেস্কঃ
জোসে মোরিনহোর কপালে চিন্তার ভাঁজ ফেললেন জালাতান ৷ লিগামেন্টে
মারাত্মক চোট পাওয়া এই সুইডিশ তারকাকে এ বছর সাইডলাইনেই কাটাতে হতে পারে৷
আগামী বছর জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না তিনি৷
বৃহস্পতিবার
ইউরোপা লিগের কোয়ার্টারফাইনালে অ্যান্ডারলেখ্টের বিরুদ্ধে জয় ছিনিয়ে
এনেছিল ম্যান ইউ৷ সেই ম্যাচেই হেড করতে গিয়ে তার পা মাটিতে পরে ঘুরে যায়৷
এরপর ইব্রা স্ট্রেচারে করেই মাঠ ছাড়েন৷ চোট লাগার পরদিনই ম্যান ইউ-র
তারকা ফুটবলারের স্ক্যান করা হয়৷
রিপোর্টে
দেখা গেছে যে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তার৷ এ মৌসুমে প্যারিস
সাঁ জাঁ থেকে ম্যান ইউ-তে এসে দুর্দান্ত ফর্মে ছিলেন ইব্রা৷ ৪৬ ম্যাচে ২৮
গোল হয়ে গিয়েছে তার৷ ইব্রার সঙ্গে এ বছরের শেষেই ম্যান ইউর চুক্তি শেষ
হবে৷ এখন দেখার বিষয় ইব্রাকে ম্যান ইউ আর রাখে কি না!