অনলাইন ডেস্কঃ বালুবাহী কার্গোর সঙ্গে ধাক্কা লেগে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন ওয়াটার সার্ভিসের একটি যাত্রীবাহী লঞ্চ নদীতে অর্ধনিমজ্জিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ বিকেল ৩টায় বরিশাল থেকে ছেড়ে আসা এ লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়লে বেশ কিছু যাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।