নিউজ ডেস্কঃ
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযানে চার জঙ্গি
নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার
জেনারেল ফখরুল আহসান এক প্রেসিব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আতিয়া মহলে চার জঙ্গির ডেড বডি আমরা সনাক্ত করেছি।এক নারী জঙ্গিসহ দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
তিনি
বলেন, ‘জঙ্গিদের মধ্যে তিন পুরুষ জন এবং একজন মহিলা। পুলিশের কাছে
হস্তান্তরকৃত দুই জঙ্গির মধ্যে একজন নারী জঙ্গি এবং অন্যজন পুরুষ।’
বাকি দুজনের লাশ সুইসাইডাল ভেস্ট পড়া অবস্থায় আতিয়া মহলের ভেতরেই রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘ভেতরে থাকা বাকি দুজনের লাশের গায়ে সুইসাইডাল ভেস্ট পড়া।’
তিনি
বলেন, ‘আতিয়া মহলের একটি কক্ষে এক জঙ্গির লাশ পড়ে থাকতে দেখেছি। তার পাশে
আইইডি বিস্ফোরক আছে, এটা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যেতে
পারে।’