কুমিল্লায় জঙ্গি পাওয়া যায়নি, তবে বিস্ফোরক অনেক : পুলিশ


অনলাইন নিউজ ডেস্ক:  কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িতে কোনো ‘জঙ্গি’র সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক আছে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তবে আজই আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ওই বাড়ির অবস্থা সম্পর্কে জানাবেন তিনি। 

গত বুধবার জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও র‍্যাব। বাড়িটি সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে।

তৃতীয় তলায় নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকের নাম দেলোয়ার হোসেন। দেলোয়ার একজন গাড়িচালক। তবে তিনি সেখানে ছিলেন না। বাড়িটির নিচতলা ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ। তবে ভাড়াটিয়ারা থাকেন নিচতলায়।

বাড়ির মালিক দেলোয়ারের বাবা আহম্মদ হোসেন জানান, ওই বাড়ির নিচতলায় ছাত্ররা থাকে। ওই বাড়িতে কোনো পরিবার থাকে না।

ওই দিনই কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানিয়েছেন, ওই ভবনে একজন জঙ্গি থাকতে পারেন। ওই তথ্য পেয়েই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে প্রচুর বোমা ও বিস্ফোরক আছে।

গতকাল ছিল কুমিল্লা সিটির নির্বাচন। এ কারণে ওই বাড়িতে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

Post a Comment

Previous Post Next Post