সিরিজ জিততে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ


অনলাইন নিউজ ডেস্ক:  প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ, স্বাগতিক শ্রীলঙ্কা হারিয়েছিল ৯০ রানে। অবশ্য সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে জিততে বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর জন্য প্রয়োজনে আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন বলেও জানিয়েছেন তিনি। 

আগামীকাল শনিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর  সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।  

শুক্রবার কলম্বোয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘ক্রিকেটে ম্যাচ জিততে হলে রক্ষণাত্মক খেলা যায় না। আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে। তা ছাড়া আপনি যদি অতিসতর্ক হয়ে খেলেন, তাহলে নিজেদের সেরাটা খেলতে পারবেন না। তবে নির্ভার থেকে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই উচিত।’

আবারও উঠে এসেছে র‍্যাংকিং প্রসঙ্গ। এই ম্যাচ জিতলে বাংলাদেশের সপ্তম স্থানটা আরো দৃঢ় হবে। এসব নিয়ে ভেবে চাপ তৈরি করতে চান না বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা আসলে ওসব নিয়ে কখনোই ভাবি না। কারণ এটা চাপ তৈরি করে। আমরা শুধু কালকের ম্যাচটা নিয়েই ভাবতে চাই।’

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত দশটি ওয়ানডে খেলেছে। জয় কেবলমাত্র দুর্বল হংকংয়ের বিপক্ষে। বাকি নয়টিতে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।

এমন ভেন্যুতে পরিসংখ্যান নিজেদের বিপক্ষে থাকলেও তা নিয়ে ভাবছেন না মাশরাফি, ‘আমার বিশ্বাস ভালো ক্রিকেট খেললে সিরিজ জেতা সম্ভব। এর জন্য আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে খুব কঠিন হবে ম্যাচ জেতা।’ 

Post a Comment

Previous Post Next Post