আবারও বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় ফজলে হাসান


অনলাইন ডেস্কঃ  আবারও বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ফরচুন ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ড ৫০ গ্রেটেস্ট লিডার্স’ শীর্ষক তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন তিনি। তিনি ফরচুনের এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি। এর আগেও তিনি এ তালিকায় স্থান পেয়েছিলেন। ২০১৪ ও ২০১৫ সালে তিনি এই তালিকায় ৩২তম অবস্থানে ছিলেন।

ফরচুন ম্যাগাজিনের এবারের তালিকার শীর্ষে রয়েছেন শিকাগো কাবসের জেনারেল ম্যানেজার থিও অ্যাপস্টিন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা ও পোপ ফ্রান্সিস।

ম্যাগাজিনটির ওয়েবসাইটে ফজলে হাসান আবেদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) যা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা।

Post a Comment

Previous Post Next Post