অনলাইন ডেস্কঃ দক্ষিণ সুরমার শিববাড়িস্থ 'আতিয়া মহলে' থাকা অবশিষ্ট দুই জঙ্গির লাশের অপেক্ষায় আছে পুলিশ।
সেনাবাহিনীর
প্যারা-কমান্ডোরা লাশগুলো উদ্ধার করেছে বলে শোনা গেলেও সিলেট মেট্টোপলিটন
পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন তারা
এখনো লাশের অপেক্ষায় আছেন। তিনি জানান, আমরা লাশগুলোর অপেক্ষায় আছি। কিন্তু
এখনো তা আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
উদ্ধার
করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার করা হলেতো সাথে
সাথে আমাদের কাছে হস্তান্তর করবেন। সুতরাং উদ্ধার করা হয়েছে, এ কথা এখনো
আমরা বলতে পারছিনা।
ঘটনাস্থলে উপস্থিত সবাই প্রায় নিশ্চিত যে আতিয়া মহল এখন জঙ্গিমুক্ত।
এদিকে 'আতিয়া মহল'কে কেন্দ্র করে শিববাড়ি এলাকার তিন বর্গ কিলোমিটার জুড়ে নিরাপত্তা আগের মতোই জোরদার রয়েছে।
১৪৪ ধারা বহাল থাকায় এ এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত শিববাড়ি এলাকার বাসিন্দারা কেউ কেউ জানিয়েছেন আর কোন বিস্ফোরণ বা গুলাগুলির শব্দ শোনা যায়নি।