শিববাড়িতে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত শুরু

শিববাড়িতে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত শুরু
অনলাইন ডেস্কঃ সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানা আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে দু'জনের ময়না তদন্ত শুরু হয়েছে। ডা. শামসুল আলমের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল ময়না তদন্ত পরিচালনা করছেন। এর আগে, দুপুর পৌনে একটায় লাশগুলো কড়া নিরাপত্তায় মর্গে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, লাশগুলো ময়না তদন্ত শেষে এই হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরিচয় নিশ্চিত হলে সেগুলো হস্তান্তর করা হবে।

গতকাল সন্ধ্যায় জঙ্গি আস্তানা থেকে লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে হিমাগারে রাখা হয়।

পুলিশ জানায়, অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশ মর্গে আনার প্রস্তুতি চলছে। ডিএনএ টেষ্টের জন্য নমূনাও সংগ্রহ করে রাখা হবে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অবস্থিত আতিয়া মহল বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।

এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় সিলেটে পুলিশ চেকপোস্টে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং ৪৪ জন আহত হন।

সোমবার তৃতীয় দফা সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, অভিযানে এ পর্যন্ত চার জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছে তিন পুরুষ ও এক নারী।

Post a Comment

Previous Post Next Post