স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাব্বি বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
(১৪ জুলাই) বুধবার দুপরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ের অামুলী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। রাব্বি বেগম একই গ্রামের শাহীন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শাহীন মিয়ার বসত ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রাব্বি ঘরের ভিতর থেকে হঠাৎ চিৎকার দিলে পরিবারের সদস্যরা দেখতে পান বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে পড়ে অাছে। পরে রাব্বি বেগমকে দ্রুত রবিরবাজারের একটি ফার্মেসীতে নিয়ে গেলে পল্লী চিকিৎসক রাব্বিকে বেগমকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাব্বি বেগমের মৃতদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসঅাই) রোকনুজ্জামান বিকেল সাড়ে ৪টায় বিডিমেইলকে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, অাইনী প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।