![]() |
Add caption |
অনলাইন ডেস্কঃ
সিলেটের শিববাড়িতে বোমা বিস্ফোড়ণে নিহত ছাত্রলীগের কর্মী বাংলাদেশ
ছাত্রলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল
ফাহিম এবং মহানগর ছাত্রলীগকর্মী ওয়াহিদুল ইসলাম অপুকে নিয়ে বাংলাদেশ
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন তার
অফিসিয়াল পেইজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ।
পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ''প্রিয়
ফাহিম, জানি তোকে আর ফিরে পাব না কিন্তু তোর আবেগ মিশ্রিত ম্যাসেজ গুলো
আমাকে আবেগতাড়িত করে চলছে প্রতি মুহূর্ত। তুই নাই, ভাবতেই বুকটা মোচড় দিয়ে
ওঠে...
স্বাধীনতার
মাসে স্বাধীন দেশের মানুষ হত্যা করে কি বার্তা দিতে চায় তারা? ওরা আমার
ভাই ফাহিম আর অপুকেও বাঁচতে দেয় নি। অকালে নিভিয়ে দিয়েছে দুটি সম্ভাবনাময়ী
প্রাণপ্রদিপ।
আজ
সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা-কর্মীদের মনে প্রতিশোধের দাবানল জ্বলছে।
আমরা জঙ্গিবাদের মূলোৎপাটন করেই ঘরে ফিরব, প্রতিশোধ নিব। তোদের স্বপ্নের
বাস্তবায়ন করব........।
ওপারে ভালো থাকিস তোরা ভাই আমার।''
উল্লেখ্য,
বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় শনিবার জঙ্গি
আস্তানায় চলমান অভিযানের মধ্যেই দুই দফা বোমা বিস্ফোরণের দুই পুলিশ
সদস্যসহ কমপক্ষে ৬ জন নিহত হয়। আহত হয়েছে পুলিশ ও র্যাব সদস্যসহ প্রায় ৪০
জন।