নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানার বাইরে পুলিশ চেকপোস্টে বিস্ফোরিত বোমায় নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ মার্চ) বাদ যোহর দুপুরে সিলেট পুলিশ লাইনে জানাজার নামাজ পড়া হয়। জানাজার পর তাঁদের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

নিহত পুলিশ সদস্যরা হলেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও সিলেট আদালত পুলিশের পরিদর্শক মো. কয়সার। রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুল। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পরিদর্শক কয়সার মারা যান।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৬ জন।

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহল' নামক ভবন ঘিরে তিনদিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে দুই জঙ্গি।

Post a Comment

Previous Post Next Post